হাইলাকান্দিতে বিদ্যা মিত্র অনলাইন মেরিট টেস্টের পুরস্কার বিতরণ

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : হাইলাকান্দিতে টিমমেটস ইনসুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বিদ্যা মিত্র অনলাইন মেরিট টেস্টের পুরস্কার বিতরণ করা হল। রবিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে মাইক্রো হেল্থ ইনসুরেন্স এর সচেনতা অভিযানের অঙ্গ হিসেবে   উপর এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

এ দিন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন টিমমেটস এর এমডি তথা বিদ্যা মিত্র সংস্থার প্রতিষ্ঠাতা পঙ্কজ শর্মা সহ অতিথিরা। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী পরিমল পুরকায়স্থ। 

হাইলাকান্দিতে বিদ্যা মিত্র অনলাইন মেরিট টেস্টের পুরস্কার বিতরণ

স্বর্ণ পদক পান দুই পড়ুয়া। কালাইন সেন্ট ভিয়েনি স্কুল বিশ্বদীপ দেব ও প্রিয়া কুমারী রামকৃষ্ণ নগরের আইডেল হোম ইংলিশ স্কুলের ছাত্রী। তাদের গলায় স্বর্ণ পদক পরিয়ে দেন ডিরেক্টর সঞ্জতা শর্মা। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ৫০ জন করে মোট ১০০ জনের হাতে ট্রফি এবং প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।

হাইলাকান্দিতে বিদ্যা মিত্র অনলাইন মেরিট টেস্টের পুরস্কার বিতরণ

সভার প্রারম্ভিক বক্তব্যে ডিরেক্টর  রজত সেনগুপ্ত উপস্থিত সব অতিথিদের স্বাগত জানান এবং টিমমেটস কোম্পানির স্বাস্থ্য বীমা অভিযান” এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। অপর দুজন ডিরেক্টর সঙ্গীতা শর্মা ও জহিরুল ইসলাম মজুমদার ছাত্র-ছাত্রীদেরকে আরও উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন।

হাইলাকান্দিতে বিদ্যা মিত্র অনলাইন মেরিট টেস্টের পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিত্য বিরলা হেল্থ ইনসুরেন্সের প্রধান দেবেন্দ্র শর্মা। বিশিষ্ট অতিথি ছিলেন হাইলাকান্দি সিজেএম কিরণলাল বৈষ্ণব।

হাইলাকান্দিতে বিদ্যা মিত্র অনলাইন মেরিট টেস্টের পুরস্কার বিতরণ

কোম্পানির প্রধান টিমার তুষারকান্তি ভট্টাচার্য সহ অনেকেই প্রতিযোগী ছাত্রছাত্রীদের মেধার মানকে তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে আরও বেশী সুনাম অর্জন করতে পারবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন-পরিমল পুরকায়স্থ ও রজত সেনগুপ্ত।

Author

Spread the News