মণিপুরে জঙ্গি সহ বিপুল অস্ত্র উদ্ধার নিরাপত্তা বাহিনীর

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : অশান্ত মণিপুরে জঙ্গি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী একজন কেওয়াইকেএল জঙ্গিকে গ্রেফতার করেছে এবং কাকচিং, কাংপোকপি এবং ইম্ফল পূর্ব জেলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে। ইম্ফল পূর্ব জেলার থুবি সিংখাং এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কেওয়াইকেএল-এর একজন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। ধৃত জঙ্গি ইম্ফল পূর্ব জেলার সিঙ্গারেল তেজপুরের নাম শ্রীময়ুম ঋষিকেশ শমরা ওরফে লয়েজিং।

জঙ্গির কাছ থেকে একটি ল্যাথেড বন্দুক, একটি ল্যাথেড শেল হোল্ডার এবং ১১টি ল্যাথেড শেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী কাকচিং জেলার খারুংপাট থেকে ম্যাগাজিন সহ একটি কার্বাইন, একটি পয়েন্ট থ্রি-জিরো থ্রি রাইফেল, একটি এসএলআর ম্যাগাজিন, একটি ইনসেন্স এলএমজি ম্যাগাজিন, পাঁচটি গ্রেনেড, পাঁচটি ডেটোনেটর এবং ৩২টি সজীব গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে।

মণিপুরে জঙ্গি সহ বিপুল অস্ত্র উদ্ধার নিরাপত্তা বাহিনীর

একই ভাবে নিরাপত্তা বাহিনী কাংপোকপির বিজাং গ্রাম থেকে একটি ইম্প্রোভাইজড মর্টার, ম্যাগাজিন সহ একটি নাইন এমএম পিস্তল, দুটি সিঙ্গেল ব্যারেল রাইফেল, তিনটি এইচই-৩৬ হ্যান্ড গ্রেনেড এবং তিনটি ইম্প্রোভাইজড মর্টার বাজেয়াপ্ত করেছে।

Author

Spread the News