গুজরাটে চাঁদিপুরা ভাইরাসে মৃত্যু ১৬ জনের

২১ জুলাই : চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ ঘিরে ক্রমেই উদ্বেগ বাড়ছে গুজরাটে। ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুর হার। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল জানিয়েছেন, চাঁদিপুরা ভাইরাসে রাজ্যে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়েছে আরও ৫০ জনের মধ্যে।

এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘গোটা রাজ্যে চাঁদিপুরা ভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। শিশুদের মধ্যে এই ভাইরাসের উপসর্গ সবচেয়ে বেশি লক্ষ করা গেছে। যার জন্য আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। হিম্মতপুরে ১৪ জন চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত। যাদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যের ১৫টি জেলায় এই ভাইরাসে সংক্রমিত ৫০ জন।’ ইতিমধ্যেই সাতজনের নমুনা সংগ্রহ করে পুনের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

১৯৬৫ সালে প্রথমবার মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে এই ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যায়। তারপরেই গ্রামের নামে ভাইরাসের নামকরণ হয়। এই ভাইরাসের আক্রান্তদের জ্বর, এনসেফালাইটিস, খিঁচুনি, ডায়রিয়া, মাথাব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়। গুজরাটে আক্রান্ত শিশুদের মধ্যে ডায়রিয়া এবং এনসেফালাইটিসের উপসর্গ দেখা গেছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News