হাওড়া রেলস্টেশন থেকে নিখোঁজ ইছাবিল চা-বাগানের যুবক
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : হাওড়া রেলস্টেশন থেকে নিখোঁজ পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানা অধীন ইছাবিল চা- বাগানের বারো নম্বর লাইনের বাসিন্দা তথা বাজারিছড়া এলাকার সকলের পরিচিত যুবক জুলর নুনিয়া। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনার দুশ্চিন্তার ভুগছেন পরিবার লোকজন সহ আত্মীয়স্বজনরা। জানা গেছে, সম্প্রতি পরিবার পালনের উদ্দেশ্য রোজগারের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে সঙ্গীদের সঙ্গে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চেপে জুলুর কিন্তু পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে পৌঁছার পর থেকে তার সঙ্গে পরিবারের লোকজন সহ পরিচিতি অন্যান্যদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর যোগাযোগ সম্ভব হয়নি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে বৃহস্পতিবার নিখোঁজ জুলুর নুনিয়ার ভাই পাপা নুনিয়া জানান, গত বৃহস্পতিবার জুলুর সহ একই এলাকার মোট পাঁচজন বদরপুর রেল স্টেশন থেকে ট্রেনে চেপে এবং শনিবার তারা পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া পৌঁছে। সেখান থেকে ব্যাঙ্গালুরের ট্রেন ধরার কথা ছিল। তারা স্টেশন চত্বরে শনিবার গোটা দিন অতিবাহিত করেছে। এদিকে ব্যাঙ্গালুরের ট্রেন হাওড়া থেকে ধরতে দেরি হবে জেনে জুলুর ও তার দুই সঙ্গী ফের বাড়ি ফেরৎ আসার জন্য ওই স্টেশনে টিকিট করে। পরে রবিবার তারা সবাই স্টেশনে বসে গল্পগুজব করছিলেন। এরই মধ্যে দু’জন টিকিটের খবরে কাউন্টারে চলে যায়।তখন জুলুর তার দুই সঙ্গীর সঙ্গে থেকে যায়। কিছুক্ষণ পর টিকিট কাউন্টার থেকে ফিরে এসে অপর দুইজন তাদের কাউকে যথাস্থানে দেখতে না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারে জুলুরকে পাওয়া যাচ্ছে না। তখন চারজন মিলে তাকে খোঁজা শুরু করে। সন্ধান না পেয়ে পরে তারা রেলওয়ে পুলিশের দ্বারস্থ হন।
জিআরপিএফ তার সন্ধান বের করতে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও সন্ধান বের করতে পারেনি। পরে সঙ্গীরা হাওড়া পুলিশে বিষয়টি জানিয়েছে।পাশাপাশি নিরুদ্দেশ সংক্রান্ত পোস্টার লাগিয়েছে তার সন্ধান চাওয়া হয়েছে হাওড়ার স্থানে স্থানে বলে তার ভাই পাপা নুনিয়া জানায়।এমনকি নিখোঁজ জালুর দুনিয়ার সঙ্গে কোন ফোন নেই।
এদিকে নিখোঁজ জুলুরের কোন হদিস না পেয়ে চরম উৎকন্ঠায় রয়েছেন তার পরিবারের লোকেরা।যদি তার কোন সন্ধান কেও পেয়ে থাকেন তাহলে এই নম্বরে 76378 39747 ফোন করে যোগাযোগ করার অনুরোধ করেছেন পরিবারের লোকজন সহ নিখোঁজ হওয়া যুবকের ছোট ভাই পাপা নুনিয়া।