সাপের ভালোবাসার বিরল দৃশ্য দেখা গেল শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডে
বরাক তরঙ্গ, ৮ জুলাই : দু’টি সাপের শঙ্খ লাগা বা সাপের ভালোবাসার দৃশ্য খুবই বিরল। এমন বিরল দৃশ্য দেখা গেল শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের পাশে একটি খালে। দৃশ্যটি সোমবার বিকেল পাঁচটা নাগাদ জনৈক ব্যক্তির চোখে পড়ার পর খবরটি এক কানে থাকেনি। ছয় কান হতেই খালের পারে লোকের ভিড় জমে উঠে। দু’টি সাপের এই নৃত্যটি প্রায় ৪০ মিনিট সময় ধরে চলতে থাকে। মানুষও উপভোগ করেন। তবে তারা সাপের মিলনে ব্যাঘাত করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এমন মিলনের দৃশ্য সচরাচর খুব একটা চোখে পড়ে না। কালে ভাদ্রে দেখা মেলে গ্রামাঞ্চলের বন জঙ্গলে দুটি সাপের মিলনের দৃশ্য। টের পেলেই তখন মানুষ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। আর এমনই এক বিরল দৃশ্যের শহরে দেখা মিলেছে। তাই কৌতূহল লোকের ভিড় কেউ আটকাতে পারেনি।