ফের শিলচর শিবালিক পার্ক এলাকায় গর্ত ভরাটের কাজে স্থানীয় পুরুষ-মহিলারা

বরাক তরঙ্গ, ৭ জুলাই : ফের শিলচর-হাইলাকান্দি রোডের শিবালিপার্ক এবং সাউথ সিটি হাসপাতালের সামনের বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছেন স্থানীয় জনসাধারণ এবং আমরা স্বজন এনজিওর মহিলারা। রবিবার গর্ত ভরাটের কাজে হাত লাগান তাঁরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন  থেকে শিলচর-হাইলাকান্দির রোডের অতি গুরুত্বপূর্ণ রাস্তায় বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। প্রায় সময়ই গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার শিকার হয়।

ফের শিলচর শিবালিক পার্ক এলাকায় গর্ত ভরাটের কাজে স্থানীয় পুরুষ-মহিলারা

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত যানজট লেগেই থাকে। যানজটে আটকে পড়েন রোগী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা। এই বেহাল সড়কটি সংস্কারের জন্য বারবার দাবি জানানোর সত্ত্বেও কোনও লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে নিজেদের টাকা দিয়ে আবারও গর্ত ভরাটের কাজে লেগেছেন। স্থানীয়দের পক্ষে সম্পূর্ণ গর্ত ভরাট করা সম্ভব নয় তাই তারা স্থানীয় বিধায়ক এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন অতিসত্বর সম্পূর্ণ বেহাল সড়কটি মেরামত করার জন্য। উল্লেখ্য়, কিছুদিন আগে শিলচর-হাইলাকান্দি রোডের শিবালিপার্ক এলাকার বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছিলেন স্থানীয়রা।

Author

Spread the News