হাইলাকান্দিতে সাড়ম্বরে রথযাত্রা, রথ নিয়ে সামিল শিশুরাও
বরাক তরঙ্গ, ৭ জুলাই : সকালের দিকে মৃদু বৃষ্টি হলেও বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকায় এবছর ও হাইলাকান্দির রাজপথে ঘুরলো রথের চাকা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আবাল বৃদ্ধ বনিতা দর্শন করলেন শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রাকে। হাতে পেলেন লুটের প্রসাদ। পাশাপাশি শহর জুড়ে সৃষ্টি হল এক নান্দনিক পরিবেশ। রথের রশি টানলেন ভক্ত বৃন্দগন। বিগত কয়েকদিন ধরে বৃষ্টি পাতের দরুন জেলার নদী গুলোর জল যখম বহু গ্রাম প্লাবিত করে রেখে ছিল।এবার তা ধীরে ধীরে স্বাভাবিকে ফিরবে বলে জনমনে এখন এক বাড়তি বিশ্বাস।
এদিন জেলার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি শহর হাইলাকান্দিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উপচে পড়া ভিড় ছিল। রবিবার হাইলাকান্দি শহরে পাঁচটি রথ সহ পরিক্রমা করেছে শিশুদের বিশেষ রথও। বরাবরের মত শহরের নতুনপাড়ার বানেশ্বর শিব মন্দিরের রথ, হার্টবার্টগঞ্জ বাজারের রাধামাধব আখড়ার রথ,আদি শিববাড়ির রথ, রাধারমণ সেবাশ্রম সঙ্ঘের রথ এবং রবীন্দ্র সরণির শ্রী শ্রী ভূবনেশ্বর সাধুঠাকুর আশ্রমের রথ সহ ছোট ছোট কয়েকটি রথ শহর পরিক্রমা করে। এদিন ছোট ছোট শিশুদের তৈরি রথ ও ভক্তদের উদ্বেলিত করে। এবার সবাই ফেরার রথের অপেক্ষায়।