শিলচরে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওক্রম ইবোবি
বরাক তরঙ্গ, ৭ জুলাই : রাহুল গান্ধীর সফরকে কেন্দ্র করে শিলচরে পৌঁছেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওক্রম ইবোবি সিংহ। সঙ্গে রয়েছেন মণিপুর কংগ্রেস কমিটির সভাপতি কে মেঘচন্দ্র সিংহ ও সিডব্লুসি সদস্য গাইখাংগম গাংমৈ। রবিবার তাঁরা জিরিবামের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করে এসেছেন।
কাছাড়ে প্রবেশ করার পর তাঁদের স্বাগত জানান শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষে সাধারন সম্পাদক ডাঃ এম শান্তিকুমার সিংহ। তিনি তাঁদের নিয়ে জিরিবামের যেগুলো আশ্রয় শিবিরের খুটিনাটি ব্যবস্থাগুলো দেখে আসেন।