কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবার ব্যবস্থাপনায় বন্যার্তদের ত্রাণ বণ্টন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : ধলেশ্বরী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর সহযোগিতায় কেশব স্মারক সংস্কৃতি সুরভীর পক্ষ থেকে উত্তর নারায়নপুরের বর্ণিরপার এলাকার বন্যায় বিধ্বস্ত ২০০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, সোয়াবিন ইত্যাদি বিতরণ করা হয়। তৎসংগে জল বিশুদ্ধ করার ওষুধও বিতরণ করা হয়। শুক্রবার এই বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়।

কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবার ব্যবস্থাপনায় বন্যার্তদের ত্রাণ বণ্টন

বৃহস্পতিবার শালচাপড়া ও উত্তর নারায়ণপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কেশব স্মারক সংস্কৃতি সুরভির সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় ও মারোয়াড়ি যুব মঞ্চের সহযোগিতায় বড় ট্যাংকার গাড়ি দিয়ে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে। এই বন্যার সময় এই সব জায়গায় বিশুদ্ধ পানীয়জলের অভাব দেখা দিয়েছিল। প্রান্তীয় প্রচারক
গৌরাঙ্গ রায় বলেন, বন্যায় আক্রান্তদের মধ্যে সামাজিক কাজ করে থাকে কেশব স্মারক সংস্কৃতি সুরভি  সেবা ভারতী। বিপদের সময় মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এ ধরনের শিবির আরও করা হবে বলে জানান তিনি। এই ত্রাণ শিবিরে সেবা ভারতীর সদস্যরা সক্রিয় ভাবে অংশ দেন।

Author

Spread the News