হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬
৫ জুলাই : উত্তর প্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল ৬ জনকে। এরা প্রত্যেকেই সৎসঙ্গের সেবাদার ছিলেন। তবে মূল অভিযুক্ত গুরুর প্রধান সেবাদার দেবপ্রকাশ মধুকরকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
ছয় জনের গ্রেপ্তারি প্রসঙ্গে পুলিশ ইনস্পেক্টর শলভ মাথুর বলেন, ‘যে ছ’জন গ্রেপ্তার হয়েছেন, তাঁরা সকলেই সৎসঙ্গে সেবাদার ছিলেন। মূল অভিযুক্ত মধুকরকে ধরার জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে। সঙ্গে জামিনঅযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হবে।’
এই মুহূর্তে খোঁজ চলছে প্রধান সেবাদার মধুকরের। বুধবার রাতে উত্তর প্রদেশ পুলিশ ‘ভোলে বাবা’র আশ্রমে অভিযান চালায়। তবে আশ্রমের ভেতরে ‘ভোলে বাবা’ ছিলেন না। খোঁজ মেলেনি মধুকরেরও। আপাতত গোটা আশ্রমের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে পুলিশ। অন্যদিকে, গতকাল আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন যোগী আদিত্যনাথ। এরপর সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘যাঁরা অনুষ্ঠানের অনুমতি নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেই প্রাথমিক ভাবে মামলা দায়ের হয়েছে। যাঁরা এর জন্য দায়ী, সকলের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে।’