পাথারকান্দিতে উন্মোচন হল পাথারিয়ার দোলা-র সংকলিত
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ জুলাই : বরাক উপত্যকা ও ত্রিপুরার মোট ৮ জন নবীন ও প্রবীণ মহিলা লেখিকার কবিতা নিয়ে সংকলিত পাথারিয়ার দোলা-র আনুষ্ঠানিক উদ্বোধন হয় পাথারকান্দিতে। পাথারকান্দি হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যম কবিতা সংকলনটির আনুষ্ঠানিক উন্মোচন করেন আমন্ত্রিত ত্রিপুরার কবি অভীককুমার দে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড° মঞ্জুরুল হক, হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের এসওডি গোপালচন্দ্র দাস, শিক্ষক ও কবি সঞ্জীব বৈদ্য, নারায়ন রায়, কবি ও শিক্ষক মনোজকুমার রায়, কবি ফণীগোপাল নাথ প্রমুখ।অতিথিদের বরণ করেন উন্মোচিত কবিতা সংকলনটির সম্পাদনার দায়িত্বে থাকা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী ও এএস হুসেন আহমেদ। এই সংকলনকে নিয়ে লিখা কবি ফণীগোপাল নাথের একটি সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । স্বাগতিক বক্তব্যে এএস হুসেন আহমেদ এধরনের কবিতা সংকলনের প্রাসঙ্গিকতা
উল্লেখ করেন ও সংকলনটিকে লিখা দিয়ে সমৃদ্ধ করার জন্য প্রত্যেক লেখিকাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। প্রাসঙ্গিক বক্তব্যে শিক্ষাবিদ গোপালচন্দ্র দাস এধরণের উদ্দ্যেগের ভূয়সী প্রশংসা করে এটাকে সমপযোগী এক পদক্ষেপ বলে আখ্যায়িত করেন। বলেন, মোবাইল ও ইন্টারনেটের যুগে মানুষ যখন বই পড়ার চর্চা থেকে বেরিয়ে এসেছে ঠিক তখন কয়েকজন উৎসাহী কলম যোদ্ধা নারীদের এই কবিতা সংকলন বর্তমান প্রজন্মের উঠতি যুবক-যুবতীদের দারুন উৎসাহিত করবে বলে তিনি আশাবাদী। একইভাবে কলেজ অধ্যক্ষ ড০ মঞ্জুরুল হক পাথারকান্দি থেকে এ ধরনের একটি ব্যতিক্রমী প্রয়াস নেওয়ার জন্যে সংকলনের সম্পাদকদ্বয়কে ধন্যবাদ জানান।
আলোচনার মুখ্য বক্তা অভীককুমার দে কবিতার নানান দিক দিয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় নিজেরঅভিমত তুলে ধরেন। যা থেকে উপস্থিত নবীন লেখিকারা নিজেদেরকে অনেক উপকৃত হতে পেরেছেন বলে তাদের বক্তব্যে উল্লেখ করেন। প্রত্যেক লেখিকাদের শংসাপত্র ও উত্তরীয় দিয়ে বরণ করেন ফেরদৌসী ভারতি ও সৌম্যব্রত পাল চৌধুরী। সংকলনটি মধুমিতা মণ্ডল, দিলওয়ারা বেগম, পু্ষ্পিতা রায়, ভবানী বিশ্বাস, শর্বরী পাল, পূর্বা শীল, মিফতাহুন নেহার ও শিখা দেবনাথের মোট ৪৩ টি কবিতা নিয়ে সংকলিত। সিদ্ধার্থ শেখর পাল চৌধুরীর ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।