জিরিঘাটের আশ্রয় শিবির পরিদর্শন আইজিপির, দিলেন কড়া ফরমান
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৫ জুন : “শিবিরে আশ্রয় নিয়ে হাতে অস্ত্র তুলে নিলে এর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে আমরা পিছপা হবো না।” জিরিঘাটে হাজির হয়ে পরিস্কার ভাবে জানিয়ে দিলেন অসম পুলিশের আইজিপি (আইন শৃঙ্খলা) প্রশান্তকুমার ভূঁইয়া। সোমবার তিনি জিরিঘাটের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করেন। এদিন কাছাড় এবং জিরিবামের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে লক্ষীপুরে এক বৈঠক করেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রশান্ত বলেন, ‘আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। যাঁরা আশ্রয় নিয়েছেন তাদের প্রতি সহানুভূতি রয়েছে তবে কেউ যদি কোনও ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়েন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। তাঁদের মনে রাখতে হবে এটা অসম, মণিপুর নয়। এখানে আইন আলাদা এবং এই রাজ্যের পুলিশ অনেক বেশি শক্তিশালী। আমরা অতীতে বহু জঙ্গি সংগঠনকে দমন করেছি, কেউ যদি আশ্রিত হয়ে এসে হাতে অস্ত্র তুলে নেয়, তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে আমরা পিছপা হবো না

জিরিঘাট থানায় এদিন পরপর দুটো বৈঠক হয়। প্রথম বৈঠক হয় কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা, পুলিশ সুপার নুমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার শীতল কুমার জিরিবাম থেকে আসা অতিরিক্ত জেলাশাসক মনোরঞ্জন থকচম এবং অতিরিক্ত পুলিশ সুপার থমাস থকচমের মধ্যে। বৈঠক শেষে তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, এ পর্যন্ত মণিপুরের জিরিবাম থেকে প্রায় ১৭০০ লোক কাছাড় জেলায় আশ্রয় নিয়েছেন এবং তাদের উপস্থিতিতে যাতে এরাজ্যে কোনও অশান্তির পরিবেশ গড়ে না উঠে, এই লক্ষ্যে এলাকা পরিদর্শন করেন অসম পুলিশের আইজিপি (আইন শৃঙ্খলা) প্রশান্তকুমার ভূঁইয়া।