প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কালাইন শাখার যোগ দিবস পালন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুন : প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ভাঙ্গারপার হ্যাপি ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পূর্ণবাসন কেন্দ্রে থাকা নেশাযুক্তদের নিয়ে আন্তর্জাতিক যোগদিবস পালন করা হয় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে। এ দিন উক্ত নেশামুক্তি ও পূর্ণবাসন কেন্দ্রে উপস্থিত হয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কালাইন শাখার সবিতা বেহেনজি নেশাসক্ত ব্যক্তিদের যোগব্যায়াম ও ধ্যানের মাধ্যমে কিভাবে নেশামুক্ত জীবন যাপন করা যায় এই বিষয়ে যোগব্যায়াম যোগব্যায়ামের মাধ্যমে বুঝিয়ে দেন। তিনি বলেন, যোগ আমাদের প্রাচীন ঐতিহ্য থেকে একটি অমূল্য উপহার। যোগ মন এবং শরীর, চিন্তা ও কর্মের ঐক্যকে মূর্ত করে, সংযম এবং পরিপূর্ণতা, মানুষ এবং প্রকৃতির মধ্যে সাদৃশ্য, একটি সামগ্রিক পদ্ধতি যা আমাদের স্বাস্থ্য এবং আমাদের মঙ্গলের জন্য মূল্যবান। যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি নিজের, বিশ্ব এবং প্রকৃতির সঙ্গে একত্বের অনুভূতি আবিষ্কার করার একটি উপায়।
হরিদ্বার পতঞ্জলি ট্রাস্টের তত্ত্বাবধানে থাকা যোগ প্রশিক্ষক তথা ভাঙ্গারপার হ্যাপি ফাউন্ডেশনের অধীনে থাকা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক দেবাশিস নাথ বলেন, যোগ ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত। সংস্কৃত যোগের অর্থ ‘একত্রিত হওয়া’ এবং একটি সুস্থ জীবনযাপনের উপায় বর্ণনা করে। যোগব্যায়ামে মনকে ধ্যানের মাধ্যমে সুশৃঙ্খল করা হয় এবং শরীর সারিবদ্ধ এবং শক্তিশালী হয়। এ দিন অন্যান্যদের উপস্থিত ছিলেন নন্দন ভট্টাচার্য, পৃথিশ নাথ, বিপ্লব পাল, তনুজ দে, রিংকু নাথ, প্রতাপ চৌধুরী, টুকন নাথ, বাবলন নাথ প্রমুখ।