কাঁঠালতলিতে ই-অটো দুর্ঘটনায় আহত তিনজন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ জুন : বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা সীমান্ত  এলাকার কাঁঠালতলি এলাকায় যান দুর্ঘটনা আহত তিন যাত্রী। জানা গেছে অসম ত্রিপুরা সংযোগী ২০৮ নং বিকল্প জাতীয় সড়কের কাঁঠালতলির ডিএসপি টার্নিং এলাকায় একটি ইলেকট্রিক অটো রিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনজন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারকান্দির হাসপাতালে পাঠিয়ে দেন দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুর।

কাঁঠালতলির কুর্তি থেকে টিআর ০৫ এ ২২০৬ নম্বরের ইলেকট্রিক অটো যাত্রী নিয়ে ত্রিপুরার উদ্দেশ‍্যে যাওয়ার পথে কাঁঠালতলীর ডিএসপি টার্নিং নামক স্থানে আসার পর বাক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতের জমিতে পাল্টিয়ে খেয়ে গড়িয়ে পড়ে। এতে চালক সহ তিনজন যাত্রী আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ আহতদেরকে উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে প্রেরণ করেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিন্টু গগৈ। পরে দুর্ঘটনাগ্রস্থ অটোটি পুলিশ উদ্ধার করে নিজ জিম্মায় নিয়ে যায়।

Author

Spread the News