ডিভাইডারে ধাক্কা বাহনের, হত দুই যুবক
বরাক তরঙ্গ, ২০ জুন : ডিভাইডারে ধাক্কা সুইফ্ট এর। প্রাণ হারাল দুই যুবক। গুরুতর আহত আরও দুই যুবক। এ দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাতে শিবসাগরের দাড়িকাপারে। অর্ধ-নির্মিত চার লেনের ৩৭ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুইফ্টের চার যুবককে আশঙ্কাজনক অবস্থায় ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দু’জনকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় রাহুল চাংমাই (২৫) এবং কুড়ি বছরের পরশমণি মেচের মৃত্যু হয়। অপর দুই আহত যুবক হল দর্পণ বরগোঁহাই (২৪) ও বিশ্বজিৎ নাথ (২৯)।
ঘটনা থেকে জানা যায়, দুই যুবক এএস ২৩ এন ২২৫৪ নম্বরের সুইফট গাড়ি নিয়ে আসছিল। রাস্তায় থেকে রাহুল ও পরশমণিকে তুলে তারা। এরপর গাড়িটি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এ দুর্ঘটনায় চারজনই আহত হয়েছিলেন। চিকিৎসারত অবস্থায় রাহুল ও পরশমণি মৃত্যুর কোলে ঢলে পড়েন।