পেলেন না জামিন, ৩ জুলাই পর্যন্ত থাকবে হবে কেজরিওয়ালের

১৯ জুন : জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানায়, ৩ জুলাই পর্যন্ত আপ সুপ্রিমোকে থাকতে হবে জেলে।

আবগারী মামলায় অভিযুক্ত অরবিন্দের এদিনই ছিল হেপাজত শেষ হওয়ার দিন। মেয়াদ শেষে আদালতে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে এই জামিনের বিরোধিতা করে ইডি। আদালতে ইডির আইনজীবী বলে, ‘তদন্তে জানা গিয়েছে কেজরি ১০০ কোটি টাকার উৎকোচ চেয়েছিলেন। তাছাড়াও তিনি যে অপরাধ করেননি, তা এখনও প্রমাণ করতে পারেননি।’

অন্যদিকে, কেজরীর আইনজীবী আদালতকে জানান, ‘এই টাকা লেনদেনের কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই। তা না হলে ২০২২ সাল থেকে চলা মামলায় তারা এতদিন চুপ করে থাকত না। হঠাৎ ২০২৪ সালে তারা মুখ খুলল কেন?’ রাউস অ্যাভিনিউ আদালতে এদিন চলছিল শুনানি। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জানান, দিল্লির মুখ্যমন্ত্রীকে এখনই জামিন দেওয়া হচ্ছে না। আরও ১৪ দিন তাঁকে জেল হেপাজতেই থাকতে হবে।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News