ফ্রিজে গো-মাংস, ১১টি বাড়িতে চলল বুলডোজার
১৬ জুন : ফ্রিজে গো-মাংস রাখার অভিযোগ। পুলিশের নির্দেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১১টি বাড়ি। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলায়। ১১ জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ১০ জন পলাতক।
রাজ্যে বেআইনিভাবে গো-মাংস বিক্রি রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১১টি বাড়িই সরকারি জমির উপরে তৈরি ছিল। নইনপুরের ভাইওয়াহি এলাকারই এক স্থানীয়র থেকে অভিযোগ পেয়েই তল্লাশি অভিযান চালায় পুলিশ। অন্ততপক্ষে ১৫০টি গরু উদ্ধার করে সেখান থেকে। ১১ জন অভিযুক্তের বাড়ির ফ্রিজ থেকে গো-মাংস, ঘর থেকে গরুর চামড়া ও হাড় উদ্ধার করেছে পুলিশ। সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হয়েছে। এরপরই প্রশাসনের নির্দেশে ১১ জনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে মধ্যপ্রদেশে গরু হত্যা আইনত নিষিদ্ধ। গরুর মাংস কেনা-বেচার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তার ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
খবর : আজকাল ডট ইন।