দিনদুপুরে খুনের ঘটনা হাইলাকান্দিতে, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৩ জুন : দিনদুপুরে খুনের ঘটনা ঘটল হাইলাকান্দিতে। ঘরের ভেতর থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর উদ্ধার মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি হাইলাকান্দি শহরের টোল রোডে বৃহস্পতিবার দুপুরে সংঘটিত হয়। তাপস পুরকায়স্থ (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি জনস্বাস্থ্য ও কারিগরী বিভাগের অবসরপ্রাপ্ত সাব-ইঞ্জিনিয়ার। এদিন বেলা আনুমানিক সাড়ে বারোটা নাগাদ প্রতিবেশীরা তাঁর “বাঁচাও, বাঁচাও” বলে চিৎকার শুনতে পান। তাঁর আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখতে পান এক অজ্ঞাত পরিচয় যুবক তাপসবাবুর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা কিছু আঁচ করতে না পেরে ঘরে প্রবেশ করে দেখেন তাপসবাবুর নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

মুহুর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) সমীর দপ্তর বরুয়াও এসে উপস্থিত হন। আরম্ভ হয় পুলিশের প্রাথমিক তদন্ত। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এসকে রায় আসামরিক হাসপাতালে পাঠিয়ে দেয়।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার বরুয়া সংবাদ মাধ্যমে জানান, ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তিনি জানান, মৃতদেহের মুখে রক্তের দাগ ছিল। এছাড়া শরীরে আর কোনও আঘাতের চিহ্ন নেই। তাপসবাবু ঘরে একা থাকেন জেনে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে কেউ তাকে হত্যা করেছে বলে পুলিশ অনুমান করছে বলে জানান তিনি। কিন্তু আশ্চর্যজনক ভাবে তার হাতের আংটি, সোনার চেন এটিএমকার্ড (সঙ্গে পিন লিখা) পাসবুক বা নগদ টাকা এসব কিছুই চুরি হয়নি বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার বরুয়া। স্থানীয় সূত্রে জানা যায়, ক’দিন আগেও তাপস পুরকায়স্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছিল।

Author

Spread the News