লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ
বরাক তরঙ্গ, ১৩ জুন : লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লায়ন অভিষেক দাসের উদ্যোগে মাসিক সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান “অভার ২.০” অনুষ্ঠিত হল শিলচরে। বুধবার কেয়ারের সভাপতি লায়ন অভিষেক দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় ২০২৩-২৪ সালের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তথ্য সভায় তুলে ধরেন সস্পাদক লায়ন সুদীপ দেব, কোষাধ্যক্ষ লায়ন মৌসম পাল বার্ষিক আয় ব্যয়ের হিসাব নিকাশ সভায় তুলে ধরেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাপস সাহা, লায়ন দিলু দাস, লায়ন অনুপ দেব, লায়ন সুবীর বণীক, লায়ন মলয় পাল, লায়ন কৃষ্ণকংস বনিক, লায়ন রিজু ভৌমিক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লায়ন দেবব্রত দেব পুরকায়স্থ, লায়ন পাপান শর্মা ও সুপ্রিয়া পাল।
সভায় ক্লাবের সভাপতি অবিষেক দাস ২০২৪-২৫ এর নয়া বোর্ড অব ডিরেক্টর নাম ঘোষণা করেন। আগামী ১ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করা নয়া কমিটি সভাপতি লায়ন্স অনুপ দেবের নেতৃত্বাধীন ২০২৪-২৫ সালের কমিটির সস্পাদক লায়ন মলয় পাল, কোষাধ্যক্ষ লায়ন রাজু ভৌমিক।
সব শেষে সভাপতি অবিষেক দাসের নেতৃত্বাধীন বর্তমান কমিটির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। ২০২৩-২৪ সালের লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করা ১৭ জন কর্মকর্তা ও সদস্যদের সভাপতি অবিষেক দাস স্মারক সস্মান প্রদান করেন।
পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি লায়ন বাপ্পী দাস, সদস্য লায়ন পাপন শর্মা, টিমার লায়ন দেবব্রত দেব পুরকায়স্থ, সদস্য লায়ন সঞ্জয় পাল, সদস্য লায়ন অংশুমান দাস, সহ-সভাপতি লায়ন রাজেশ দাস, সড়ক সভাপতি স্বপনকুমার দে, বিদায়ী সভাপতি লায়ন সুবীর বণিক, পিআরও লায়ন দিলু দাস, লিও উপদেষ্টা লায়ন অভিষেক চক্রবর্তী, যুগ্ম কোষাধ্যক্ষ ধৃতিসুন্দর পাল, রক্তদান প্রকল্পের প্রধান লায়ন কৃষ্ণকংস বণিক, মেম্বারশিপ চেয়ারম্যান রাজু ভৌমিক, যুগ্ম সম্পাদক লায়ন অনুপ দেব, কোষাধ্যক্ষ লায়ন মৌসুম পাল, সস্পাদক লায়ন সুদীপ দেব, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মলয় পাল এবং ক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাপস সাহা।
এছাড়াও শিলচর কেয়ারের যুব শাখা অর্থাৎ লিও ক্লাব অব শিলচর কেয়ারের সভানেত্রী ও সদস্য সদস্যাদের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার জন্য তাদেরও সভাপতি লায়ন অভিষেক দাস সস্মানিত করেন। এছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।