সিকিমে একাধিক রাস্তায় ধস, আটকে পড়েছে হাজার হাজার পর্যটক
১৩ জুন : সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় বেড়েছে জলস্তর। সেই জল চলে এসেছে রাস্তার ওপর। তুমুল বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নেমেছে। যার ফলে একাধিক রাস্তা বারেবারে বন্ধ হচ্ছে। তিস্তার জল রাস্তার উপর চলে আসাতেও একই সমস্যা। রাস্তা বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দিনরাত কাজ করে চলেছে প্রশাসন। বিভিন্ন উদ্ধারকারী দল কাজে নেমেছে। আটকে পড়া পর্যটকদের সরিয়ে আনা হচ্ছে নিরাপদ জায়গায়। পাহাড়ি রাস্তায় হাজার হাজার পর্যটক আটকে পড়েছে। রাস্তার দু’পাশে যানবাহনের সারি। সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করে কোন রাস্তা খোলা আছে জানতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বাড়ছে তিস্তা-সহ বিভিন্ন নদীর জলস্তর।
মঙ্গলবার সকাল থেকে রাতভর বৃষ্টির জেরে ভূমিধসে সিকিম রাজ্যজুড়ে বিভিন্ন রাস্তা অবরুদ্ধ হয়েছে। এর ফলে বিপাকে পড়েছে পর্যটকরা। বিভিন্ন রাস্তায় তাদের আটকে পরার খবর মিলেছে। যদিও সিকিম প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় তাদের ঘুরপথে গ্যাংটকে পৌঁছানোর ব্যবস্থা হয়। তবে এখন যারা সিকিমে যাচ্ছেন তাদের চরম ধকল পোহাতে হচ্ছে। কোন রাস্তা কতক্ষণ ঠিক থাকবে বলা মুশকিল। বৃষ্টি হয়েই চলেছে। সিরিসে ডারায় ইয়াংগাং থেকে সিংটাং রাস্তা অবরুদ্ধ হয়েছে। ধস না সরানো পর্যন্ত সিংটাংয়ের দিকে যাওয়া পর্যটকদের গাগয়ং হয়ে বেরিয়ে আসতে বলা হয়েছে। ডিকচু সিংটাং সড়কের অবস্থাও ভালো নেই। এই রাস্তায় ঝাপিয়ে পড়েছে উত্তাল তিনটেক খোলা। সেখানে একটি পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ায় বুধবার দিনভর যান চলাচল বন্ধ থাকে। সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা অনেক চেষ্টার পর বিকেল নাগাদ ট্রাকটি ক্রেন দিয়ে টেনে তুলেছে। টানা বর্ষণের জন্য সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কারণে সিকিম প্রশাসনের তরফে ট্রাক তোলা হলেও পর্যটকদের বিকল্প রুটে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।