মক্কায় লিফটের দড়ি ছিড়ে বিহারের দুই হজযাত্রীর মৃত্যু

৭ জুন : লিফটের দড়ি ছিড়ে দুই বিহারের হজযাত্রীর মৃত্যু হল। এই দুর্ঘটনা ঘটে মক্কার আজিজিয়া এলাকার ১৪৫ নম্বর বিল্ডিঙে। লিফটের দড়ি ছিড়ে ঘটনাস্থলে এক হজযাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে আরেকজনের। ওই লিফটে আরও একজন হজযাত্রী ছিলেন। তাঁকেও ভীষণ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন চিকিৎসারত অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

১৪৫ নম্বর বিল্ডিং কে সৌদি সরকারের সেনাবাহিনী এবং ভারতীয় হজ মিশনের নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। নিহতরা হলেন কাথিহার জেলার বাসিন্দা মোঃ সিদ্দিক (৭৪) এবং মোঃ আব্দুল লতিফ (৬৪) উভয়ই বিহারের কিশানগঞ্জের বাসিন্দা।

মক্কায় লিফটের দড়ি ছিড়ে বিহারের দুই হজযাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় ১৪৫ নম্বর বিল্ডিং এর অন্যান্য হজযাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সৌদি হজ মিশনের পক্ষ থেকে তাদের সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হচ্ছে আতঙ্কিত হবেন না ।বড় সমস্যা থাকলে ওই সমস্ত হাজীদের অন্যান্য বিল্ডিং এর শিফট করা হবে। সৌদি সময় বেলা ২ টো পর্যন্ত বডি ঘটনাস্থলে রয়েছে। তবে বাইরে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে হোটেলটিকে। পুরো হোটেলটির দায়িত্ব সৌদি সেনাবাহিনী নিয়ে নিয়েছে।

Author

Spread the News