বন বিভাগ সহ বিভিন্ন সংগঠনের সংগঠনের বিশ্ব পরিবেশ দিবস পালন

বরাক তরঙ্গ, ৫ জুন : বরাকের বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 

কাছাড় জেলা বন বিভাগ :
সমগ্র দেশের সঙ্গে সংহতি রেখে বুধবার কাছাড় জেলায়ও বিশ্ব পরিবেশ দিবস পালন করল কাছাড় জেলা বন বিভাগ। এদিন শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন সহ সাধারণ মানুষের হাতে ১৫ হাজার চারা বিতরণ করলেন বিভাগীয় কর্তৃপক্ষ সহ সকল কর্মীরা। “গাছ লাগান প্রাণ বাঁচান” শীর্ষক স্লোগানকে মাথায় রেখে পরিবেশ দূষণ ও গাছ সংরক্ষণ সহ প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবুজায়নকে হাতিয়ার করার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কাছাড় জেলা বন বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগ সহ বিভিন্ন সংগঠনের সংগঠনের বিশ্ব পরিবেশ দিবস পালন


লঙ্গাই ফরেস্ট বিট :
বিশ্ব পরিবেশ দিবসের দিন  লোয়াইরপোয়া ফরেস্ট রে‌ঞ্জের লঙ্গাই  বিটের পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি সহ স্থানীয় স্কুলের কচিকাঁচ পড়ুয়াদের মধ্যে বিভিন্ন জাতের বেশ কিছু বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। লঙ্গাই ফরেস্ট এলাকার বিট অফিস সংলগ্ন এলপি স্কুলের কচিকাঁচা ছাত্র ছাত্রীদের মধ্যে বনকর্মীরা বণ্টন করে শতাধিক বিভিন্ন ফল ও ঔষধিমূলক গাছের চারা। পরে ঝেরঝেরীতে থাকা বনবিভাগের প্লেন্টেশনে দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন লঙ্গাই বিটের বিট অফিসার সহ  বনকর্মীরা। এদিন লোয়াইরপোয়া রেঞ্জের রেঞ্জ কর্তা গৌতম টিমুং লোয়াইরপোয়া বন বিভাগের কার্য়লয়ে বৃক্ষ রোপণ করেন।

বন বিভাগ সহ বিভিন্ন সংগঠনের সংগঠনের বিশ্ব পরিবেশ দিবস পালন

লায়ন্স ক্লাব শিলচর সেণ্ট্রাল :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর ছোটেলাল শেঠ স্কুলের মাঠে বৃক্ষ রোপণ করল লায়ন্স ক্লাব শিলচর সেণ্ট্রাল। এদিন শিলচরের ওই স্কুলের মাঠে নানা ধরণের ফুল ও ফলের গাছ রোপণ করে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা আয়োজিত হয়। চলতি বছরে ঊষ্ণায়নের ভয়াবহতার হাত থেকে রক্ষা পেতে জনালয়ে গাছ রোপণের আবশ্যকতা ও গুরুত্বাবলী তুলে ধরেন উদ্যোক্তারা। এদিনের বৃক্ষ রূপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল অলোক বণিক, সুমন্ত্র সারথি এন্দো, অংশুকুমার রায়, অরিন্দম ভট্টাচার্য, সঞ্জিত দেবনাথ এবং ছোটেলাল শেঠ ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা মুনমুন পাল সহ রত্নজিত দেব, পূর্ণিমা দেবরায়, শাশ্বতী মজুমদার, জমিত মল্লিক, চুমকি পাল, সংহিতা দেবনাথ, বিশ্বজিৎ দে পুরকায়স্থ, মিশমি নাথ প্রমুখ।

বন বিভাগ সহ বিভিন্ন সংগঠনের সংগঠনের বিশ্ব পরিবেশ দিবস পালন

বড়জালেঙ্গা হাসপাতাল কর্তৃপক্ষ :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেশ কিছু গাছের চারা রোপণ করল বড়জালেঙ্গা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে বৃক্ষ রোপণে ছিলেন ডাঃ পারশ নাথ কৈরী, ফার্মাসিস্ট প্রাণজিৎ পাল, সার্ভাইলান্স ইন্সপেক্টর প্রণব কুমার দে, এবিপিম- অজিত দাস, লেবটেক বিশ্বজিৎ দেব, এলএইচ বি কল্পনা বিশ্বাস, এএনএম স্বপ্না নাথ, এমপিডব্লু আওয়ালুর জামান, সঞ্জু রবিদাস, সাইবুন নেসা বিবি সহ অন্যান্যরা।

বন বিভাগ সহ বিভিন্ন সংগঠনের সংগঠনের বিশ্ব পরিবেশ দিবস পালন

সাদারাশি বিএসএফ বিওপি :
করিমগঞ্জ শহরের নিকটবর্তী সাদারাশি বিএসএফ বিওপিতে নানা প্রজাতির গাছের চারা রোপন করে নিজের অভিমত ব্যাক্ত করতে গিয়ে কোম্পানি কমান্ডার সচিন শর্মা বলেন, বর্তমান সময়ে প্রাকৃতিক সম্পদ গাছ পালার অভাব দেখা দেওয়ায় পৃথিবীর উষ্ণতা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়ছে মানবসমাজে। বুধবার বিশ্ব পরিবেশ দিবসের দিন করিমগঞ্জ শহরের লাগোয়া সাদারাশি বিওপি ক্যাম্পে নব প্রজন্মের প্রিয়াংশু পাল ও দর্শিল রায়ের হাত দিয়ে বৃক্ষ রোপণের সূচনায় হয় বৃক্ষ রোপণের জন্য তুলে দেওয়া হয় গাছের চারা। উল্লেখ্য ডাক্তার দেবতোষ পাল, আইনজীবী পিকলু দাস, সাংবাদিক অরূপ রাযের ব্যক্তিগত উদ্যেগে ও ১৬ নং বিএসএফ সাদারাশি বিওপির সহযোগিতায় এবং মহর্ষি বিদ্যামন্দিরের ব্যবস্থাপনায় এই বৃক্ষরোপণ কার্যসূচি সুন্দর ও সুষ্ট ভাবে সম্পূর্ণ হয়। কার্যসূচিতে ছিলেন উপস্থিত ছিলেন তারাভূষণ জুনিয়র কলেজের শিক্ষক অপরূপ দাস, মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষ দিবাকর দাস, শিক্ষক নিরজিৎ দাস, সাংবাদিক মৃণাল সরকার প্রমুখ।

বন বিভাগ সহ বিভিন্ন সংগঠনের সংগঠনের বিশ্ব পরিবেশ দিবস পালন

বরাক সেবা কেন্দ্র শ্রীকোণা : ৫ জুন শ্রীকোণা শনিমন্দিরে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করে বরাক সেবা কেন্দ্রের কর্মকর্তারা। শ্রীকোণা নিউকলোনি এলপি স্কুলে গাছ লাগানো হয়। বৃক্ষ রোপন কর্মসূচীতে বক্তব্য রাখেন বরাক সেবা কেন্দ্রের সম্পাদক বিকাশ বৈষ্ণব ও সম্পাদক সুভাষ দেব। বক্তারা বলেন, বিশ্ব পরিবেশ দিবসে এবারের থিম আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। ভূমি পুনরুদ্ধার মরুকরণ এবং খরা স্তিতিস্থাপকতা।  প্রতিনিয়ত আমাদের চারপাশে প্রাকৃতিক সম্পদ বনজঙ্গল ধ্বংস হতে চলেছে। বিভিন্ন ভাবে বনাঞ্চলে গাছ কাটা হচ্ছে বনবিভাগ তথা সরকার এব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না। কর্মসূচীতে ছিলেন জীবু রায়, উজ্জ্বল শুক্লবৈদ্য, জয়জিৎ দাস।

Author

Spread the News