প্রত্যাশামতোই জয়ী পরিমল, উল্লাস

বরাক তরঙ্গ, ৪ জুন : প্রত্যাশামতোই শিলচর আসন থেকে জয়ী হলেন পরিমল শুক্লবৈদ্য়। সকালেই বিজেপি প্রার্থী শুক্লবৈদ্য বলেছিলেন দুই থেকে তিন লক্ষ ভোটে জয়ী হবেন। আর সেমতেই ২,৬৪,৩১১ ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৬,৫২৪০৫টি ভোট। তাঁর নিকটতম কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন ৩,৮৮,০৯৪ ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস পেলেন ২০,৪৯৩ ভোট। এসইউসিআই (সি)র প্রভাসচন্দ্র সরকার পেয়েছেন ৪৫৩৪ ভোট, নির্দল প্রার্থী রাজু দাস ৪৫৯৭ভোট, অনন্তমোহন রায় ৩১৪৩ ভোট, বহুজন মহা পার্টির রাজীব দাস ১৮৬৭ ও বাঙালি নবনির্মাণ সেনার বারীন্দ্রকুমার দাস পেয়েছেন ১৫৯৩টি ভোট। নোটায় পড়ে ১২,৭০০ টি ভোট।

ভোট গণনাকেন্দ্র আইএসবিটিতে পরিমল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রত্যেক ভোটারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি শিলচর কেন্দ্র সহ বরাকের লোকদের হয়ে দিল্লিতে কথা বললবেন। উন্নয়নের জন্য কাজ করবেন।

Author

Spread the News