হাইলাকান্দিতে ৩৩ টি গ্রামের ৪৯২৩ জন এখনও বন্যাক্রান্ত
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২ জুন : হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রবিবার পর্যন্ত জেলার ৩৩ টি রাজস্ব গ্রামের ৪৯২৩ জন বন্যার কবলে রয়েছেন। রবিবার পর্যন্ত জেলার ৮ টি রিলিফ ক্যাম্পে ১ হাজার ৩৬৮ জন শরণার্থী সরকারি আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তবে লালা ও কাটলিছড়া রাজস্ব সার্কলের রিলিফ ক্যাম্পগুলি বন্ধ করা হয়েছে। বন্যায় জেলার ৬১৫৮ টি গৃহপালিত পশু আক্রান্ত হয়েছেন বলে রবিবার বিপর্যয় মোকাবিলা বিভাগ থেকে জানানো হয়েছে।
এছাড়া পিএইচই বিভাগের চারটি পাইপ ওয়াটার সাপ্লাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রিলিফ ক্যাম্প গুলিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেডিকেল ক্যাম্প চালানো হয়। এতে ২৩৪ জন শরণার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র বণ্টন করা হয়। রবিবার কোন রিলিফ বরাদ্দ করা নাহলেও শনিবার রিলিফ বরাদ্দ করা হয় প্রশাসন থেকে। শনিবার চাল ৩৬০.৬৬, ডাল ৬১.৭৪, লবণ ২০.৯ ভোজ্য তেল ২০৮৮.৬৫ লিটার এবং সাড়ে ৭ কুইন্টাল পশু খাদ্য বরাদ্দ করা হয়।