বান্দরকোণায় বন্যার জলে ডুবে মৃত্যু  যুবকের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ জুন : বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল যুবকের। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোণায়। উত্তর বান্দরকোণা দ্বিতীয় খণ্ডের বছর কুড়ির যুবক শহিদুল আলম লস্কর শনিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্তু আর ঘরে ফেরা হল না তার। মাছ ধরার সময় শহিদুল বন্যার জলে পড়ে যায়।  বাড়ির লোকরা অনেক খোঁজখুঁজি করে জল থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত এবং তিনি সঙ্গে সঙ্গে বারইগ্রাম পুলিশ ও নিলামবাজার সার্কল অফিসারকে খবর দেন। তাঁরা সদলবলে ঘটনাস্থলে হাজির হন। তাঁরা মৃতদেহের প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন।

জানা যায়, নেজাম উদ্দিন লস্করের ছেলে শহিদুল আলম লস্কর। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিচিত মহল ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Author

Spread the News