পুরীর চন্দন যাত্রায় বাজির স্তূপে আগুন, ২৫ জন গুরুতর জখম

৩০ মে : পুরী জগন্নাথ দেবের (Puri Jagannath Temple) চন্দন যাত্রায় বাজির স্তূপে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা। বাজি(Fire Crackers) ফেটে জখম হলেন বহু পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ওডিশার পুরীতে। বুধবার চন্দন যাত্রা উপলক্ষে বহু পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, অন্তত ২৫ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে পুরীর নরেন্দ্র পুষ্করিণী এলাকায় কয়েক শো পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। সেখানে বাজিও পোড়ানো হচ্ছিল। সব বাজি ওখানেই জড়ো করে রাখা ছিল। আর তাতেই এই ভয়াবহ কাণ্ড ঘটে। জানা গিয়েছে, বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি ছিটকে বাজির স্তূপে লাগে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। বাজি ফাটতে শুরু করে। তাতেই অন্তত ২৫ জন জখম হয়েছেন। সকলেই জেলার সদর হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই দুঃখজনক ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। খবর : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News