এ ডিভিশন ফুটবলার পঞ্জীকরণের অনুরোধ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর জেলা ক্রীড়া সংস্থার চলতি মরশুমের এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্যে জেলার এ ডিভিশন ক্লাব গুলিকে এক পত্র মারফত  তাদের খেলোয়াড়দের নাম পঞ্জীকরণের অনুরোধ জানালো জেলা ক্রীড়া সংস্থা।

আগামী ৫ জুনের মধ্যে পরিচয় পত্র সমেত কুড়িটাকা ফি সহকারে জমা দেয়ার কথা জানিয়েছেন ফুটবল সচিব বিকাশ দাস। তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী টুর্নামেন্ট ১০ জুন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Author

Spread the News