পাঁচ দিনের মাথায় বাজারিছড়া পুলিশের হাত আটক ভাই খুনের অভিযুক্ত

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ মে : অবশেষে পাঁচ দিনের স্থানীয় পুলিশের হাতে ধরা পড়লো লোয়াইরপোয়া এলাকার শিবেরগুল গ্রামে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই হত্যার কাণ্ডের অভিযুক্ত। উল্লেখ্য, পারিবারিক কল‌হের জে‌রে গত শনিবার রাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়। এ কা‌ণ্ডের ঘাতক গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ানোর পর বাজারিছড়া পুলিশের হাতে ধরা পড়লো। ধৃ‌তের নাম বিজয় সিনহা। খুনের ঘটনার পর গত চার দিন ধ‌রে খু‌নি বিজয় পলাতক ছিল। তবে পুলিশ তাকে ধরার জন্য চতুর দিকে জাল বিছিয়ে জোর তদন্ত অব্যাহত রেখেছিল।

খুনির মোবাইল নম্বর ট্র্যাক করে সফলতা পায় বাজারিছড়া পুলিশ। বুধবার সকা‌লে তার বা‌ড়ির লা‌গোয়া এক‌টি স্কুল থে‌কে তাকে আটক করে পুলিশ। বর্তমা‌নে ধৃত‌কে খুনিকে  বাজারিছড়া থানায় আট‌কে রে‌খে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছেন বৃহস্প‌তিবার তাকে করিমগঞ্জ জেলা সিজিএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে।

Author

Spread the News