পারিবারিক বিবাদ, লোয়াইরপোয়ায় ভাইয়ের হাতে খুন ভাই
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ মে : জল ফেলা নিয়ে বাজারিছড়া থানা অধীন লোয়াইরপোয়ার এলাকায় ঘটে গেলো এক খুনের ঘটনা। জানা গেছে পারিবারিক বিবাদের জেরে এক ভাইয়ের হাতে খুন হলেন অপর ভাই।সঙ্গে গুরুতর আহত হন দুই ভাই সহ এক বৌদি। এই ঘটনাটি সংঘটিত হয়েছে লোয়াইরপোয়ার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন লাগোয়া এক বাড়িতে।
শনিবার রাত সাড়ে দশটা নাগাদ লোয়াইরপোয়া এলাকার প্রয়াত লক্ষীকান্ত সিনহার বাড়িতে তাঁর এক পুত্রবধূর পা ধোয়ার জল ফেলা নিয়ে চটে যায় তাঁর দেবর বিজয় সিনহা। বিবাদ সামাল দিতে গৃহবধূর স্বামী বিনয় সিনহা এগিয়ে এলে তার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ভাই বিজয়। আর পরবর্তীতে সামান্য ঝগড়া হয় এতে ঝগড় থেকে হাতাহাতির রূপ নেয়। এমন পরিস্থিতিতে তাঁদের বড় ভাই ভোলা সিনহাও সৃষ্টি হওয়া জটলা নিরসনে জন্য এগিয়ে এলে একসময় রাগে অগ্নিশৰ্মা হয়ে বিজয় লাঠি দিয়ে সজোরে ভোলার মাথায় আঘাত করে বসে। এতে ভোলা সিনহার আহত হন এবং তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এবং তার অবস্থা একসময় শোচনীয় হয়ে পড়ে। তখন বাড়ির অন্যান্য লোকজনদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে বিজয় বলে অভিযোগ। পরে তাঁদের হাল্লা চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে গুরুতর আহত ভোলাকে উদ্ধার করে রাতে বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবং এই কান্ড আহত হওয়া দুই ভাই ও বৌদিরও চিকিৎসা করানো হয় হাসপাতালে।
এ ঘটনার খবর পেয়ে রাতে বাজারিছড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে মাকুন্দা হস্পাতালে গিয়ে আহতদের খোঁজ নেওয়ার সঙ্গে চিকিৎসার সহায়তা করে। পুলিশ রাতে মরদেহ মাকুন্দা হাসপাতাল মর্গে রেখে রবিবার সকালে পাথারকান্দি সার্কল অফিসার উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। রবিবার বিকালে ময়নাতদন্ত শেষে শবদেহ পরিবারের লোকদের হাতে সমঝে দেয় পুলিশ।
এদিকে ঘটনার পর খুনি বিজয় পালিয়ে ঘা ঢাকা দিয়েছে বলে জানিয়ে পুলিশ। তবে তাকে ধরতে পুলিশ সবদিকে জাল বিছিয়ে রেখেছে।