দুই কৃতী পড়ুয়াকে সংবর্ধনা ভারত বিকাশ পরিষদের
বরাক তরঙ্গ, ২৩ মে : মাতৃহীন কৈলানী কৈবর্ত পরিবারের রান্নাবান্না সহ ঘরের সমস্ত কাজ করেও এবারের মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনা জানাল ভারত বিকাশ পরিষদ। বুধবার পরিষদের পাথারকান্দি শাখার উদ্যোগে পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে শিবনারায়ণ পার্সির নেতৃত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুতনির বাসিন্দা মাতৃহীন কৈলানী কৈবর্ত সংবর্ধিত করার পাশাপাশি তাঁর হাতে একটি চেক তুলে দেন ভারত বিকাশ পরিষদের উত্তরপূর্ব ভারত সম্পর্ক সম্পাদক বিশ্বজ্যোতি দে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয় কৈলানী।
এ দিন আরেক মেধাবী ছাত্র দু’টি লেটার সহ স্টার মার্ক পাওয়া দীপক রী-কেও সংবর্ধনা জানানো হয়। তাঁর হাতে চেক তুলে দেন সংস্থার উত্তর পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক জগদিন্দু দে। তাছাড়া পড়াশোনার জন্য প্রয়োজনীয় বইপত্র প্রদানেরও আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, ভারত বিকাশ পরিষদ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা অনেক দিন ধরেই করে আসছে।
সভায় আগামী দিনের প্রকল্প হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ও অ্যানিমিয়া মুক্ত ভারত গড়ার প্রয়াসে প্রাথমিক পর্যায়ে ঐ এলাকার চা বাগান অঞ্চলে শিবিরের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাখার সম্পাদক মনোজ সূত্রধর এক প্রেস বার্তায় এ খবর জানান।