কানাইবাজারে রেলে কাটা পড়ে মৃত্যু অপরিচিত যুবকের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ মে : শনিবার ফের পাথারকান্দির কানাইবাজারে ত্রিপুরা থেকে শিলচরগামী রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক অপরিচিত যুবকের। মৃত্যু হওয়া যুবকের পরিচয় এখনও জানা না গেলে ও বয়স আনুমানিক ৩৫ হবে বলে। যুবকটি চা-বাগান এলাকার বাসিন্দা বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে কিভাবে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটল এব্যাপারে এসংবাদ সংগ্রহ পর্যন্ত কিছুই জানা যায়নি।
জানা গেছে, শনিবার বিকেল আনুমানিক সোয়া তিনটা নাগাদ ত্রিপুরা থেকে শিলচর অভিমুখী যাত্রীবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এই যুবকের। পরে স্থানীয়রা বারইগ্রাম রেল পুলিশকে এব্যাপারে অবগত করলে কিছুক্ষনের মধ্যেই রেলপুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিজেদের জিম্মায় নিয়ে যায়।