ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের সহ ৪১টি ওষুধের দাম
১৮ মে : ৪১টি ওষুধের দাম কমিয়ে দিল সরকার। অবশ্যই তা ওই ওষুধগুলি যাঁরা ব্যবহার করেন তাঁদের জন্য উপকারি হল। সাধারণ কিছু ওষুধেরও দাম কমেছে।
মানুষের দৈনন্দিন জীবনে রোগের শেষ নেই। অনেক পরিবারেই রীতিমত মাসে মাসে বাধা ওষুধ আসে। ওষুধের দাম অনেকসময়ই সাধারণ মানুষের সাধ্যের বাইরে পৌঁছে যায়। কিন্তু রোগীর পথ্য তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তাঁরা অন্য খরচ বাদ দিয়েও ওষুধ কিনতে বাধ্য থাকেন।
ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমছে। ৪১টি ওষুধ ছাড়াও কমানো হচ্ছে এই সব রোগের চিকিৎসায় ব্যবহৃত ছ’টি ‘ফরমুলেশন’। ইতিমধ্যে ডিলার ও স্টকিস্টদের কাছে ওযুধের দাম কমার বার্তা পৌঁছে গেছে। দ্রুত সম্ভব যাতে নতুন দামে ওষুধ বিক্রি শুরু করা হয়, সেই নির্দেশ দিয়েছে এনপিপিএ। এনপিপিএ তাদের ১৪৩ তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।