সোয়াইন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত কাছাড়ের চার শিশু

সোয়াইন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত কাছাড়ের চার শিশু

বরাক তরঙ্গ, ৬ মে : কাছাড় জেলায় সোয়াইন ফ্লু-তে সংক্রমিত তিন শিশুসহ এক কিশোর। বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান সোয়াইন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শিলচর মেডিক্যল কলেজে পাঁচজন শিশু ও কিশোর ভর্তি করা হয়েছিল। এরমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং অন্য এক শিশুর অবস্থা সঙ্গীন হওয়ায় মেডিক্যাল কর্তৃপক্ষ ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দিলে রোগীর পরিবারের লোকরা মেডিক্যাল কলেজ থেকে অন্যত্র স্থানান্তর করেন। এছাড়া বাকি তিনজনের চিকিৎসা মেডিক্যালে চলছে। তিনি বলেন, পাঁচজনের মধ্যে একজন হাইলাকান্দির ছিলেন।

ডাঃ গুপ্ত এও জানান, সোয়াইন ইনফ্লুয়েঞ্জা নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। মেডিক্যালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তিনি রোগের লক্ষণ হিসেবে বলেন, কাশি জ্বর ও সিরিয়াস হলে শ্বাসকষ্টও দেখা দেয়। জ্বর ও কাশি বেশিদিন থাকলে চিকিৎসকের পরামর্শ মতে তার পরীক্ষা নিরীক্ষা করাতে হবে।

Author

Spread the News