কংগ্রেসের ৬ বরখাস্ত বিধায়ক যোগ বিজেপিতে
![কংগ্রেসের ৬ বরখাস্ত বিধায়ক যোগ বিজেপিতে কংগ্রেসের ৬ বরখাস্ত বিধায়ক যোগ বিজেপিতে](https://baraktaranga.com/wp-content/uploads/2024/03/img-20240322-wa00007949760440324455921-1024x206.jpg)
২৩ মার্চ : হিমাচল প্রদেশ বিধানসভায় কংগ্রেসের বরখাস্ত হওয়া ৬ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। তাঁদের সঙ্গে তিন নির্দল বিধায়কও শনিবার যোগ দিলেন বিজেপিতে।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে এই ৯ জন যোগ দিলেন বিজেপিতে। রাজ্যসভা নির্বাচনে ক্রশ ভোটের দায়ে কংগ্রেসের এই বিধায়কদের বরখাস্ত করা হয়েছিল। সামনেই সেখানে উপ নির্বাচন। সেখানে তাঁরা বিজেপির টিকিট থেকেই লড়তে পারেন বলেই খবর।
![কংগ্রেসের ৬ বরখাস্ত বিধায়ক যোগ বিজেপিতে কংগ্রেসের ৬ বরখাস্ত বিধায়ক যোগ বিজেপিতে](https://baraktaranga.com/wp-content/uploads/2024/03/photogrid_17100482553246305901868834806810-1024x589.jpg)
কংগ্রেসের ৬ বিদ্রোহী বিধায়ক সুধীর শর্মা, রবি ঠাকুর, রাজেন্দ্র রাণা, ইন্দ্র দত্ত লাখালপাল, চৈতন্য শর্মা এবং দেবেন্দ্র কুমার ভুট্টোকে ২৯ ফেব্রুয়ারি দল থেকে শাস্তি দেওয়া হয়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সেখানে উপ নির্বাচন ঘোষণা করেছে।