আশ্রয়কেন্দ্রে চার শিশুর সলিলসমাধি মণিপুরে, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২০ মার্চ : সাম্প্রদায়িক সহিংসতায় বিধ্বস্ত মণিপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে রাজ্যের একটি আশ্রয়কেন্দ্রে চার শিশুর করুন মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চার শিশু টুইথা নদীতে স্নান করতে যায়। শিশুরা চুরচাঁদপুরের তুইবাং ক্যাম্পে ছিল। চার শিশুর বয়স ৪ থেকে ৯ বছর। মঙ্গলবার নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া চার শিশুর মরদেহ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে।

আশ্রয়কেন্দ্রে চার শিশুর সলিলসমাধি মণিপুরে, চাঞ্চল্য

মঙ্গলবার দুপুর ২টার দিকে বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুরা স্নান করতে যায়। অনেকক্ষণ শিশুরা না ফেরায় অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করেন।

ক্যাম্পের অন্য লোকজনও শিশুদের খোঁজে যান। সকাল ৬টায় দুই শিশুর লাশ এবং আধা ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

Author

Spread the News