যোগী রাজ্যে মসজিদে তবলিগি জামাতের প্রবেশ বন্ধ করল পুলিশ
৮ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশ পুলিশ বেনারসে তবলিগি জামাতের প্রবেশ বন্ধ করে দিল। শহরের কয়েকটি মসজিদে থাকা তবলিগ জামাতের দলকে পুলিশ শুধু বের করে দেয়নি, তাদেরকে সোজা রেলস্টেশনে পাঠিয়ে দেয়। ভবিষ্যতে বেনারসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আগামীতে জামায়াতের কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো অনুষ্ঠান না করার জন্য মসজিদের আলেম ও মুতাওয়ালিদের নোটিশ দিয়েছে বেনারসের কমিশনারেট পুলিশ।
জানা গেছে, তবলিগ জামাতের ইজতেমা বেনারসের কয়েকটি নির্বাচিত মসজিদে অনুষ্ঠিত হয়। ২৭ আগস্ট আদমপুর থানা পুলিশ ওই এলাকার ভোজবাবার মসজিদে জামাতের উপস্থিতির খবর পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সবাইকে সেদিন রাতে মসজিদ থেকে বের করে ক্যান্টনমেন্ট রেলস্টেশনে নিয়ে যায়। নয়া সড়ক, নাদেসারসহ শহরের অনেক মসজিদে তবলিগ জামাতের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। যেসব মসজিদে জামাতিদের পাওয়া যায় তাদেরকে রেলস্টেশনে পাঠানো হয়। বেনারস কমিশনারেট পুলিশ ১৪৯ ধারায় সমস্ত মসজিদের আলেম এবং মুতওয়ালিদের নোটিশ জারি করেছে যেখানে তবলিগ জামাতের লোকেরা প্রায়শই জড়ো হয়।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বারাণসীতে তবলিগি জামাতের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপকে উদ্বেগজনক, বেআইনি এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এক বিবৃতিতে বলেছেন, বারাণসী পুলিশ তবলিগি জামাতের সদস্যদের মসজিদ থেকে বের করে দিয়ে মসজিদের মুতাওয়াল্লিদের নোটিশ পাঠিয়েছে। তবলিগি জামাতের কাজকে নিষিদ্ধ করা অত্যন্ত অন্যায়, উদ্বেগজনক, অনৈতিক এবং অসাংবিধানিক। তবলিগি জামাত একটি ধর্মীয় দল যা মুসলমানদের ধর্ম শেখায়, তাদের নৈতিকতা ও চরিত্রের উন্নতি করে এবং তাদের সমস্ত অনুষ্ঠান মসজিদে অনুষ্ঠিত হয়। সংবাদ আপনজন পত্রিকা।