১৪ নভেম্বর বিহারে নতুন সরকার, ভোট দিয়ে বেরিয়ে দাবি তেজস্বীর
৬ নভেম্বর : ১৪ নভেম্বর বিহারে নতুন সরকার তৈরি হবে, এমনই দাবি করলেন লালুপ্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার সকালে পাটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দেন তেজস্বী। ভোট দিয়ে বেরিয়ে লালু-পুত্র জানান, তিনি বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর জয়ের বিষয়ে আশাবাদী। ১৪ নভেম্বর (সেদিন বিহারে ভোটগণনা এবং ফলপ্রকাশ) নতুন সরকার তৈরি হবে বলে দাবি করেন। রাঘোপুর কেন্দ্র থেকে আরজেডির টিকিটে লড়ছেন তেজস্বী।
অন্যদিকে, এদিন সকালে স্ত্রী রাবড়ী দেবীকে নিয়ে পাটনার একটি বুথে ভোট দেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালু দাবি করেন, ‘এবার বদল হবে’।
এদিকে, ভোটারদের ‘পূর্ণ উদ্যমে’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে হিন্দিতে একটি পোস্ট করেন তিনি। সেখানে মোদি লিখেছেন, ‘গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন।’
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের প্রথম রাজ্য হিসেবে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) হয়েছে এবার। এদিন প্রথম দফায় ভোট হচ্ছে। ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। গণনা ১৪ নভেম্বর।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

