ভূপেন হাজরিকা স্মরণ: হাইলাকান্দিতে মানববন্ধনে জনজোয়ার
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার চতুর্দশ মৃত্যু বার্ষিকীতে বুধবার হাইলাকান্দি জেলায়ও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে হাইলাকান্দি শহরের ডিএসএ ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন গড়ে তোলা হয় এবং সমবেতভাবে সুধাকণ্ঠের অমর সৃষ্টি সঙ্গীত “মানুষ মানুষের জন্য” গাওয়া হয়।। এতে সাংসদ কৃপানাথ মালা, জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা কমিশনার অভিষেক জৈন, পুরপতি মানব চক্রবর্তী, বিজেপি নেতা কল্যাণ গোস্বামী, স্বপন ভট্টাচার্য, মুন স্বর্ণকার, জেলা পরিষদ সদস্য দিলোয়ার হোসেন বড়ভূইয়া সামিল হোন। এর আগে সমবেত জনসাধারণকে উদ্দেশ করে সাংসদ কৃপানাথ মালা বলেন, সুধাকণ্ঠের সংগীতের আবেদন আমাদের দেশের সীমানা পেরিয়ে বিশ্বজয় করতে সম্ভব হয়েছে। অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সুধাকণ্ঠের মানবতাবাদী দর্শন তুলে ধরে বলেন, তিনি চেয়েছিলেন সবাইকে নিয়ে একটি শক্তিশালী রাজ্য গড়ে তুলতে। এই পথ অনুসরণ করে বর্তমান মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসম গিনিজ বুকে বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড করতে সক্ষম হয়েছে। ফলে বিশ্বের শিল্পপতিরা অসমে বিনিয়োগ করায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর স্বপ্নের অসম গড়ার জন্য তিনি সবাইকে একযোগে কাজ করে যাবার আবেদন জানান।
অনুষ্ঠানের ভাষণ প্রসঙ্গে বিধায়ক জাকির হোসেন লস্কর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। এর আগে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সুধাকণ্ঠের প্রতিকৃতিতে অতিথিরা মাল্যদান করেন।
বুধবার মানবশৃঙ্খলে জেলার প্রবীণ নাগরিক, সামাজিক সংস্থার কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, এসএইচজি সদস্য সদস্য, সরকারি আধিকারিক কর্মচারী সহ সর্বশ্রেণীর জনসাধারণ অংশ নেন। বুধবারের মানব শৃঙ্খলে শহরের ডিএসএ ময়দানে সমবেত জনতার জনজোয়ার পরিলক্ষিত হয় এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এছাড়াও এদিন গুয়াহাটির জন্মশতবর্ষ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী হাইলাকান্দির ২১ জন শিল্পী ১৭টি গানের কোলাজ সহ মানুষ মানুষের জন্য গানে ও সবাইকে উদ্বেলিত করেন।

