দিনদুপুরে হাফলং জেল থেকে পালালো প্রাক্তন ডিএনএলএ ক্যাডার

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে বন্দী থাকা অমৃতপ্রভা মোহান্তি এবং শেখরজ্যোতি গোস্বামীর জেল থেকে পালালো এক কয়েদি। বুধবার দিনদুপুরে জেল থেকে পালালো বেটসিং জিদুং ওরফে মাস্টার ওরফে জন ডিমাসা জিদুং নামে বন্দী।

হাফলং সাব-জেল থেকে বন্দী বেটসিং জিদুং দুপুর ১২টার দিকে পালিয়েছে। জিদুং প্রাক্তন ডিএনএলএ ক্যাডার। জিদুং ধর্ষণ মামলায় সাজা ভোগ করছিল, সে সম্প্রতি কারাগার থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। কারাগার কর্তৃপক্ষ এখনোও ঘটনাটির স্পষ্ট বিবরণ প্রদান করেনি। ইতিমধ্যে ডিমা হাসাও জেলা ও সংলগ্ন এলাকায় পলাতক বন্দীকে ধরতে বিভিন্ন নিরাপত্তা সংস্থা ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

Spread the News
error: Content is protected !!