নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত
৫ নভেম্বর : আমেরিকার প্রাণকেন্দ্রে ঝড়, ট্রাম্প শিবিরের প্রার্থীকে হারিয়ে জ়োহরান মামদানি (Zohran Mamdani) নির্বাচিত হলেন নিউ ইয়র্কের নতুন মেয়র হিসাবে। ডেমোক্রাটিক সোশ্যালিস্ট এই প্রার্থীই নিউ ইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান মেয়র। প্রথম মুসলিম মেয়রও। আবার সবথেকে কমবয়সী মেয়রও হতে চলেছে জোহরান। শুধু ভারতীয় বংশোদ্ভূত নন, জোহরানের মা-ও কিন্তু বিখ্যাত।
১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডার কাম্পালাতে জন্মগ্রহণ করেন জ়োহরান মামদানি। তাঁর মা ভারতের বিখ্যাত পরিচালক মীরা নায়ার। বাবা উগান্ডার স্কলার মাহমুদ মামদানি। ছোট বয়সটা নানা দেশে ঘুরেই কেটেছে জোহরানের। উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় যান মামদানি। এরপরে নিউ ইয়র্কের ব্যাঙ্ক স্ট্রিট স্কুল ফর চিলড্রেন এবং পরে ব্রঙ্কস হাইস্কুল অব সায়েন্স থেকে পড়াশোনা করেন। ২০১৪ সালে বোডইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক হন। সেখানেই তিনি প্যালেস্তাইনের জন্য স্টুডেন্টস ফর জাস্টিস গঠন করেন।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মামদানি রাতারাতি দলে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর প্রার্থী হওয়ার পর জোর বিতর্কও হয়। তবে মামদানি তাঁর প্রচারে বরাবর জোর দিয়েছেন যে নিউ ইয়র্ক শহরকে যেন আরও সহজলভ্য ও বাসযোগ্য় করে তোলা নিয়ে। প্রস্তাব দিয়েছেন স্টেবিলাইজড ইউনিটে ভাড়া নির্ধারিত করে দেওয়া, ২ লক্ষ পাবলিক হাউসিং ইউনিট তৈরি করা, ইউনিভার্সাল চাইল্ডকেয়ার, নিখরচায় শিক্ষার ব্যবস্থা, বাসে যাতায়াত ফ্রি করে দেওয়া, মুদি দোকান তৈরি করা। ২০৩০ সালের মধ্যে মিনিমাম ওয়েজ বা ন্যূনতম ভাড়া ৩০ ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর জন্য কোটিপতি ও বড় বড় কর্পোরেশনের উপরে কর চাপানোর কথা বলেছিলেন তিনি।
জোহরানের মা-বাবার পরিচিতি-
১৯৫৭ সালে ওড়িশার রাউরকেল্লাতে জন্মা গ্রহণ করেন মীরা নায়ার। দিল্লি ইউনিভার্সিটি থেকে সোশিওলজি নিয়ে স্নাতক হন। এরপরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ অর্জন করেন। মীরা নায়ারের পরিচালিত প্রথম সিনেমা ছিল সালাম বম্বে (১৯৮৮)। মুম্বইয়ের পথশিশুদের জীবনের উপরে ভিত্তি করে এই সিনেমা তৈরি করেছিলেন, যা কান ফিল্ম ফেস্টিভালে ক্যামেরা ডি’ওর পুরস্কার জিতে নেয়। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও মনোনীত হয়েছিল এই সিনেমা। ১৯৯১ সালে মিসিসিপি মশালা এবং ২০০১ সালে মনসুন ওয়েডিং প্রশংসা কুড়োয়।
১৯৮৯ সালে মিসিসিপি মশালা সিনেমার রিসার্চ করার জন্য উগান্ডায় গিয়েছিলেন মীরা নায়ার। সেখানেই তাঁর সঙ্গে মাহমুদ মামদানির পরিচয় হয় এবং দুই বছর পর তাঁরা বিয়ে করেন। ওই বছরই জোহরান জন্মগ্রহঁ করে।
মাহমুদ মামদানির জন্ম মুম্বইতে। তবে বড় হয়েছেন কাম্পালায়। তিনি আফ্রিকার অন্যতম প্রভাবশালী ব্যক্তি। হার্ভার্ড থেকে ১৯৭৪ সালে তিনি পিএইচডি করেছিলেন। তিনি তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা ও আমেরিকায় শিক্ষাকতা করেছেন।
খবর : tv9 bangla.

