যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি, হত একই পরিবারের ৫ সদস্য

৫ নভেম্বর : যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার সকাল ১১টার দিকে বাংলাদেশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সংঘটিত হয়।

জানা যায়, মহাসড়কের ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং তাদের বাড়ি কুমিল্লায় বলে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সকাল ১১টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী ‘মারছা’ বাসের সাথে কক্সবাজারগামী প্রাইভেট নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নোহা মাইক্রোবাসে থাকা আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

উদ্ধারকৃতদের মধ্যে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে তিনজনের মৃত্যু হয় এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা যান। মুমূর্ষু অবস্থায় অপর তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!