আমড়াঘাটে আলুর চারা বণ্টনে উত্তেজনা, বঞ্চিত প্রকৃত কৃষক
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : আলুর চারা বণ্টনে প্রকৃত কৃষকরা বঞ্চিত হওয়ায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌঁছে পুলিশ ও সিআরপিএফ। কৃষকরা অনিয়মের অভিযোগ তুলেন। জানা যায়, মঙ্গলবার আমড়াঘাট কৃষি উন্নয়ন খণ্ড কার্যালয়ে আলুর চারা বিতরণ করা হয়। বণ্টনের সময় অনিয়মের অভিযোগ উঠে। প্রকৃত কৃষককে বঞ্চিত করে জমি না থাকা লোকদের মধ্যে চারা বণ্টন হচ্ছে দেখে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
এমন কর্মকাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত কৃষকেরা। একসময় পরিস্থিতি বিগড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। তারা পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

