মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, মৃত্যু একাধিক
৪ নভেম্বর : ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ে। মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের। ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় লাল খাদান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। মালগাড়িটি (Goods train) লাইনেই দাঁড়িয়ে ছিল। সেই সময় যাত্রীবাহী ট্রেনটি (Passenger train) এসে সজোরে ধাক্কা মারে। সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে যায়। এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের বেশ কয়েকটি বগিও। সেই সঙ্গে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে রেলের সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
ইতিমধ্যেই উদ্ধারকারী দল, আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জোরকদমে চলেছে উদ্ধারকাজ। রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে মেডিকেল টিমকেও পাঠানো হয়েছে। এদিকে রেলের তরফে জানানো হয়েছে, ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ঘুরপথেও পাঠানো হয়েছে কয়েকটি ট্রেনকে। তবে কী কারণে দু’টি ট্রেনের সংঘর্ষ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ উদঘাটনে শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে ফের দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

