নেপালে পর্বতশৃঙ্গ আরোহনে নিখোঁজ দুই ইতালীয় পর্বতারোহীর
৪ নভেম্বর : নেপালের দুর্গম অঞ্চল পানবাড়ি পর্বতশৃঙ্গ আরোহনের সময় দুই ইতালীয় পর্বতারোহীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি সাইক্লোন ‘মোন্থা’র কারণে ওই অঞ্চলের আবহাওয়া চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যা নিখোঁজের ঘটনার পেছনে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (৩ নভেম্বর) কাঠমাণ্ডু থেকে এএফপি জানায়, নিখোঁজ দুই ইতালীয় পর্বতারোহী হলেন স্তেফানো ফারোনাতো এবং আলেসান্দ্রো কাপুটো। তারা তিন সদস্যবিশিষ্ট একটি দলে যোগ দিয়ে পশ্চিম নেপালের পানবাড়ি পর্বতশৃঙ্গ জয় করার অভিযানে অংশ নেন। প্রায় ৬ হাজার ৮৮৭ মিটার (২২,৫৯৫ ফুট) উচ্চতার এই শৃঙ্গটি হিমালয়ের কম পরিচিত হলেও ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর একটি বলে বিবেচিত।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানিয়েছেন, তীব্র তুষারপাতের কারণে নিখোঁজ দুই পর্বতারোহী ক্যাম্প-১ এ আটকে পড়েন এবং শনিবার থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ দ্রুত তল্লাশি অভিযান শুরু করেছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।

