কাটিগড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেওয়া যুবক আটক
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : কাছাড়ের কাটিগড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেওয়া যুবক শৈলেন বৈষ্ণবকে আটক করল পুলিশ। সোমবার রাত বারোটার দিকে কচুয়া থেকে কালাইন ব্রাহ্মণগ্রাম কলেজ রোডের শৈলেনকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, রবিবার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালাইনে গিয়েছিলেন সাংবাদিক শমীন্দ্র পাল। সেখানে তাঁকে দেখে উত্তেজিত হয়ে ওঠে শৈলেন বৈষ্ণব। পালবাবুকে অশ্লীল গালাগালি শুরু করে। কিছুক্ষণ পর শৈলেন ফোন করে আরও এক যুবককে ডেকে আনে। এরপর দু’জনে মিলে শমীন্দ্র পালকে কেটে ফেলার হুমকি দেয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে দুই অভিযুক্ত পালিয়ে যায়। সোমবার দু’জনকে অভিযুক্ত করে কালাইন থানায় অভিযোগ দাখিল করেছেন সাংবাদিক শমীন্দ্র পাল। দুই অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে সরবও কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড, কাছাড় ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বার্তাজীবী সংগঠন। অবশেষে পুলিশ তাকে আটক করে।

