সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী : হাইলাকান্দিতে তর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : হাইলাকান্দি জেলায় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনব্যাপী কার্যসূচির অঙ্গ হিসেবে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার, তর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার চারটি প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যসূচি গুলি সোমবার অনুষ্ঠিত হয়েছে। এই চারটি প্রতি শিক্ষা প্রতিষ্ঠান হল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, ইন্দ্রকুমারী গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল, লালা রুরাল কলেজ এবং কাটলিছড়া এসকে রায় কলেজ। এই অনুষ্ঠান গুলির মাধ্যমে লৌহ মানব কীভাবে দেশকে ঐক্যবদ্ধ রাখতে অবদান যুগিয়ে গেছেন তা তুলে ধরা হয়।

লৌহ মানব সরদার প্যাটেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এরপর ৪ নভেম্বর  থাকবে  বৃক্ষরোপণ অভিযান, ৬ নভেম্বর তারিখে স্বাস্থ্য শিবির, ফিটনেস এন্ড এওয়ারনেস প্রোগ্রাম,৭ নভেম্বর অমৃত সরোবর সাফাই অভিযান, সেমিনার এবং ওয়ার্কশপ, ১০ নভেম্বর জেলা পর্যায়ে পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম, লৌহ মানবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বদেশী আত্মনির্ভর ভারতের শপথ, এবং ১১ নভেম্বর সাফাই অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এইসব কার্যসূচি তে আপামর জনসাধারণকে অংশ নিতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!