জনপ্রিয়তা বাড়াতো সভা করে চেক বণ্টন মুখ্যমন্ত্রীর : সাংসদ সুস্মিতা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা কমেছে। আর সেকথা মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে, রাজ্যে তাঁর জন্যই আন্দোলন চলছে। সোমবার শ্রীভূমিতে তৃণমূল কংগ্রেসের এক আন্দোলন কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব। তিনি মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গে বলেন, যেকোনও মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। তিনি উত্তরাখণ্ড সহ অন্যান্য রাজ্যের এমন ঘটনার নজির রয়েছে বলে উল্লেখ করেন। আর জনপ্রিয়তা বাড়াতে সভা করে অরুণোদয়ের চেক বণ্টন করছেন। সভায় এসো আর চেক নাও এমনটাই চলছে। ব্রহ্মপুত্র উপত্যকার মহিলারা বলছেন চেক নয়, জুবিনদার বিচার চাই। তিনি বলেন, জুবিন গর্গের মৃত্যুর তদন্তে যে মামলা হয়েছে সেই মামলায় চার্জশিট দিলেই হবে না। উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে, প্রমাণ ছাড়া চার্জশিট দিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন সুস্মিতা। অসমবাসী তার বিচার চাইছেন।
তিনি শ্রীভূমি প্রসঙ্গে বলেন, বিজেপি নেতারা এখন শুধু ভোটের টিকিট পাওয়ার জন্য সভা সমিতি করছেন, আসলে এদের পায়ে মাটি নেই। মানুষ তাদের সভায় আসতে চাইছে না , তাই চেক বিতরণের কথা বলে মানুষ জোগাড় করছে বিজেপি। শ্রীভূমি জেলার বেশ কিছু জ্বলন্ত সমস্যা, বরাক উপত্যকার প্রতি বঞ্চনা ও কয়লা সুপারি সিন্ডিকেটের কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী।
এ দিন বিভিন্ন দাবিতে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। বিক্ষোভ শেষে এক স্মারকপত্র প্রদান করা হয়।

