কিশোরকে বেধড়ক মারধর, পুরুষাঙ্গে নৃশংস আঘাত, মামলা
এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : কাছাড় জেলায় স্কুল পড়ুয়া এক কিশোরকে প্রকাশ্যে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু প্রহারই নয়, কিশোরের পুরুষাঙ্গে অতি নৃশংস আঘাত করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। বর্তমানে ওই কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত শনিবার। এ নিয়ে বিহাড়া পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত জুনাইদ আহমেদ বড়ভূইয়ার বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনও গ্রেফতার করা হয়নি ক্ষুব্ধ অভিযোগকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটিগড়া বিধানসভার সোনাপুর জিপির সেউতি প্রথম খণ্ডের বাসিন্দা রশিদ আহমদের পুত্র আবু সুফিয়ান আহমেদ বড়ভূইয়া ঘাস খাওয়াতে বাড়ির গরু-বাছুরটি নিয়ে বের হয়। অভিযোগ, ঠিক সেই সময় একই গ্রামের আব্দুল হেলিমের ছেলে জুনাইদ গরুটি কিশোরের হাত থেকে নিয়ে পাশের ধানক্ষেতে ছেড়ে দেয়। এতে সুফিয়ান আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে জুনাইদ।
অভিযোগ অনুযায়ী, জুনাইদ প্রথমে কিশোরের ওপর চড়াও হয়, এরপর তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। এমনকি কিশোরের সংবেদনশীল অঙ্গেও লাথি মারায় তার গুরুতর চোট লাগে। কিশোরের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে জুনাইদ সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুফিয়ানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পরিবারের অভিযোগ, অভাবের কারণে সুফিয়ানের প্রয়োজনীয় চিকিৎসা করাতে তারা হিমশিম খাচ্ছেন। তারা জানান, কিশোরের পুরুষাঙ্গে গুরুতর জখম রয়েছে এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনার যথাযথ তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে কাছাড়ের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনাও করেছেন পরিবারটি।

