অনিল আম্বানি গ্রুপের ৩০০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

৩ নভেম্বর : ঋণ সংক্রান্ত জালিয়াতি মামলায় শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনিল আম্বানি গোষ্ঠীর ৪০টি সম্পত্তি ED বাজেয়াপ্ত করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যার মূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার জানায় যে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সঙ্গে যুক্ত ৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি সংযুক্ত করা হয়েছে। মানি লন্ডারিং তদন্তের অংশ হিসেবে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে মোট চারটি অন্তর্বর্তী আদেশ জারি করে ইডি এই ব্যবস্থা গ্রহণ করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, সংযুক্ত সম্পত্তির মোট মূল্য ৩,০৮৪ কোটি টাকা। এর মধ্যে রয়েছে মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত ৬৬ বছর বয়সী অনিল আম্বানির ব্যক্তিগত বাড়ি সহ তার গ্রুপ কোম্পানির বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি।

এছাড়াও দিল্লির মহারাজা রণজিৎ সিং মার্গে অবস্থিত রিলায়েন্স সেন্টারের জমি, এবং দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, মুম্বাই, পুণে, থানে, হায়দরাবাদ, চেন্নাই ও পূর্ব গোদাবরীতে থাকা একাধিক সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই মামলাটি Reliance Home Finance Ltd (RHFL) এবং Reliance Commercial Finance Ltd (RCFL)–এর বিরুদ্ধে সরকারি তহবিল অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত চলছে।

Spread the News
error: Content is protected !!