মাঠের মধ্যেও বাইবেল পড়েছি : জেমি
৩১ অক্টোবর : বিশ্বকাপের সেমিফাইনালে প্রবল চাপের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৭ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছেন জেমাইমা রদ্রিগেজ। কীভাবে ঠাণ্ডা মাথায় সেই কাজ করলেন তিনি? জবাবে জেমি বললেন, ‘বাইবেলে বলা আছে, শক্ত হয়ে দৃঢ়ভাবে দাঁড়াও। ঈশ্বরই তোমার হয়ে লড়াই করবেন। মাঠের মধ্যেও বাইবেল পড়েছি তখনও অনেকটা পথ যেতে হত। আমি শুধু শান্ত থেকে নিজের কাজটা করে গিয়েছি। ফিরে আসাটা খুব কঠিন ছিল। স্বপ্নের মতো মনে হচ্ছে।’
এ দিকে, একাধিক রেকর্ড গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম হল ভারত মহিলাদের ODI-তে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে (৩৩৯)। ভারত তৃতীয়বারের জন্য মহিলাদের ODI বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে (এর আগে ২০০৫, ২০১৭)। বিশ্বকাপ নকআউটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (জেমাইমা রদ্রিগেজ ১২৭*)। জেমাইমা এবং হরমনপ্রীত কৌর মহিলাদের বিশ্বকাপ নকআউটে ভারতের হয়ে সর্বোচ্চ জুটি গড়েছেন (১৬৭ রান)। এ ছাড়া আট বছর পর (১৬ ম্যাচ পর) অস্ট্রেলিয়া বিশ্বকাপে হেরেছে।

